অসাধারণ কিছু ইচ্ছা জাগে, ঘুম থেকে জেগে ওঠার আগেই
কল্পনার দৌড়ে পিছনে ছুটতে থাকে আশা
হঠাৎ কিছু বাস্তবতা ঘিরে ধরে জীবনের বাতিঘর
ইচ্ছাগুলো আর জাগতে পারে না।


মেঘের সাথে আড়ি দিয়ে গোসল করি বৃষ্টিতে    
রাতের সৃষ্টিতে দিনকে ভুলে যাই স্বপ্নবিলাসে
কিছু স্বপ্ন দেখে যাই দেখার ছলে চক্ষুকপালে
চোখের পাপড়িতে চুল ঝরে স্বপ্ন মুছে ফেলে
বিলাসিতা আর সৃষ্টির গভীরে মেঘ জমে না


নদীর জোয়ারে ভাসতে গিয়ে ভাটায় হয় না ফেরা
সুখের জীবন ঘেরা জীবন এক প্রহরে অচল
ইচ্ছা জাগে স্বেচ্ছায় আমার রঙিন প্রচ্ছদে
প্রচ্ছদ দেখে ভ্রষ্ট জীবন সময়ের শিক্ষা নিয়ে
স্বাধীন ইচ্ছা মুছে ফেলে সুখ বিবর্তনে।