°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এখন আমি একাকিত্ব বোধ করি না
নিজের সাথে যখন কথা বলতে শিখে গেছি
তখন অবাঞ্ছিত মানুষের কোলাহল ছেড়ে-
নিরব নির্জনতায় গভীর হৈচৈ শুনতে পাই।


যখন আমি দেহের ভাষা বুঝতে পারি
দরকার কী কানকে কষ্ট দেওয়ার
যখন আমি স্পর্শকে অনুভব করতে জানি
দরকার কী চোখকে কষ্ট দেওয়ার?


আমি এখন -
আমার প্রতিটি অঙ্গ-প্রতঙ্গের ভাষা বুঝতে পারি
আমি কথা বলি-
আমার হাতের সাথে, চোখের সাথে, কানের সাথে।
পরামর্শ করি-
পেটের সাথে, পায়ের সাথে।এমনকি
পশ্চাৎদেশের সাথে আমার কথোপকথন চলে।
আমি মনের বাচালতায় এখন উৎসব করি।


পৃথিবী ও সময়ের নানা প্রতিবন্ধকতা আর
নানা স্বার্থপরতার মাঝে
আমার অন্তরটা আমার নিঃস্বার্থ বন্ধু
আমার শরীরটাই একমাত্র সঙ্গী
সুতরাং তাকেই আমি ভালোবাসি সবচেয়ে বেশি।
সকল একাকিত্ব আর স্বার্থপরতার ভীড়ে
আমি এখন সুখের ঘোরে থাকি।


_____________♦___________
১০-০৪-২০২৩ ⏺️ রোম 🟥১০:৫০