১.
শীতলক্ষ্যা নদী
প্রাণের স্পন্দন, স্পন্দিত অপহন্তা
ভেদক কুহর
কিছু রহস্য
বাকি সব অর্থের খেলা
প্রতাপ ভেলকিতে।


২.
তরগাঁও খেয়াঘাট
প্রতিদিন পারাপার
দুই দুইয়ে চার থেকে
দুই দ্বিগুণে আট
প্রতাপের ভেলকি
ইজারাদার থেকে শিল্পপতি


৩.
দিনে দিনে দুই পার
ওয়াপদা থেকে নগর
চরদখল
উন্নয়ণের স্মারক
চেতনার স্মৃতিস্তম্ভ
ফুলে ফেঁপে একাকার
কখনো নেতার নামে
কখনো ধর্মের লেবাসে।