কখনো ভাবি, স্বার্থের ঊর্ধ্বে চিত্ত খুলে
খবর নিয়েছি কারো?
গড়বড়ে সব জীবনের কৃতি, চিত্তস্পৃহায়
ঘর-বাড়ি চাই আরো!


ঙ-কারময় নীলকণ্ঠ মননে
চমৎকার করি বহিরাঙ্গ
ছলনা দিয়ে আকাশ ছোঁয়ার
জলের পরশে চির সাঙ্গ!


ঝরনার গানে নির্মল বিনোদন
ঞ-জীবন নবদিগন্ত
টক-ঝাল-মিষ্টি সময়ের স্রোতে
ঠমক-প্রাণ নাচে জীবন্ত!


ডর ত্রসনের ভয়াল গ্রাসে
ঢলক নামে মনে
ণ-ত্ব বিধান জাতির ঘাড়ে
তকমা লাগায় তনে!


থলের বিড়াল যতই কালো
দর্শক আছে বেশ
ধনের পিছে ছুটছে সবাই
নকল পরিবেশ।


পরীক্ষাতে পাশ করাটা
ফলাফলের আগে
বঙ্গ-রাজ্যের মিশ্র শোভা
ভয়টা শুধু জাগে।


মনটা আমার হয় না স্থির
যন্ত্র হতে চায়
রংধনুরই রঙিন সাজে
লক্ষ্য খুজে পায়!


শব্দপাঠের জীবন খাতে
ষড়ঋতু মন
সহজ বলে নেই তো কিছু
হংস সর্বজন!


ড়-তে বড় ঢ়-তে নিগূঢ়
য়-তে কিসের ভয়
হঠাৎ করেই চিত্ত সংসার
বিসর্গ-চন্দ্রবিন্দুময়!


.................................
আমার প্রাণের ভাষা
মায়ের ভাষা
মধুর বাংলাভাষা