জিলেপীতে ভালো করে প্যাঁচ তোলাটাই শিল্প
শুধু তেলে ভাজা কিংবা সিরায় মেশানো নয়
মিষ্টি কতটুকু তার চেয়ে বরং প্যাঁচটাই মূখ্য।
যত ভালো  প্যাঁচ, ততো ভালো দাম
একজন কারিগরের আসল কর্ম-দক্ষতা।

খুশকিমুক্ত  চুলের দায়িত্ব পড়েছে উকুনের ওপর
মাথা নিয়ে গবেষণায় কিছু  কীট-পন্ডিতেরা
নতুন জীবাণু আবিষ্কারে উল্লসিত ছত্রাক।
সারিবদ্ধভাবে চলে বিজয়ের মিছিল
শান্তিপূর্ণ আর সহাবস্থানে
অসহায় শিরাগুলো লাফায় রগ কটকটে
বিবেকের তাড়নায় দু'হাতে চুলকায়
মাথা ধরে খামচায়।

শিয়ালের কবজায় মুরগের বাচ্চা
অসহায় দর্শক পশু আর পাখি
কুকুরের থাবায় শিয়াল কুপোকাত!
কুকুরের হলো ফাঁসি মুরগী বলত্কারে
মুরগীর বাচ্চাটা পেলো পশুরাজ
সবই পশু আইনে, সংবিধি বাধ্যকতায়।