ক খ গ যে-ই না বুঝি
ঙ-তে এসে থমকে দাঁড়াই!
চ ছ জ যেমন তেমন
ঞ-তে আমার বর্ণ কামাই!!


ট ঠ ড পড়ি ঠান্ডা মাথায়
ণ মন বলছে পালায়!
ত থ দ-এর প্রেমে পড়ি
ন আছে যে বর্ণমালায়!|


প ফ ব মুখের গর্ভে
ম-তে মধুর লাগে!
র ল শ আছে যেথায়
য কেন তার আগে!!


স হ ড় গড়বড়ে সব
ঢ় তাড়নজাতের শালা
য় ৎ অনুস্বারের জ্বালায়
বিসর্গ চন্দ্রবিন্দু আমার বর্ণমালা!!


অ-তে শুরু স্বরবর্ণ
আ আসে তার পরে!
ই ঈ উ ঊ
হ্রস্ব আর দীর্ঘ স্বরে!!
ঋ হলো বর্ণশোভা
অর্ধমাত্রায় শিখি
এ ঐ ও ঔ
মাত্রা ছাড়া লিখি!!