যে মেঘে বৃষ্টি ঝরে সেখানে আগুন জ্বলে
আকাশে সৃষ্টি হয়ে বাতাসে বারুদ চলে
শুভ্রতায় জমাট কালো
নীলিমায় ডুবছে আলো
মনে যে সুর ধরে তাকেই ফাগুন বলে।


ঝরে যে চোখের বৃষ্টি
যেখানে বারুদ সৃষ্টি
যে চোখে দৃষ্টি ধরে সেখানে পাথর গলে।