একটি নীরদগাথা, আকাশের পথে
নিজস্ব বজ্রসুর ভাঙ্গার তালে-
প্রকৃতির নিষ্ঠুর সৃষ্টি উল্লাসে
মানব সন্তান অসহায় শ্রোতা!
মাত্রাহীন অক্ষরবৃত্তে টানা
আপনাক্ষে পরের বোঝা নিয়ে
বেহুঁশ মর্ত গর্তে লুকায়!!

একটা ডানাভাঙ্গা নীল প্রজাপতি
ক্ষুব্ধ মনে বিক্ষোভ জাগানিয়া
বেঁচে থাকার প্রেরণা নিয়ে
আমাকে দিয়ে যায় -
আকাশে চড়ার স্পন্দিত দোলা
একটি উষ্ণ স্বপ্নের ছোঁয়ায়!

একটি বর্ষণ একটি ধ্বংসের নাম
একটি বর্ষণ সবকিছু নতুন করে
আবার প্রথম থেকে পরিচ্ছন্নতায়
শুরু করার নাম!