তুমি বুঝো সবই
স্বাধীনতার মর্মটা বুঝো না।
তুমি বুঝাও সবাইকে
নিজকে বুঝাতে পারো না।
পড়তে পারো সব অভিধান
কিন্তু অস্তিত্বের ভাষা পড়তে জানো না।


সাম্য, নীতি, আইন, সংবিধান
এসব কিছুই না
ভ্রান্ত প্রকাশ ক্ষমতার কুক্ষিতে
সময়ের মোক্ষম সুযোগে।


গণতন্ত্রের অশ্লীল ভাষাটা
শব্দকোষের আপন স্থানে
সঠিক বানানে
মানবতা, মনুষ্যত্বের মন্ত্রে
বেঁচে থাকার অধিকার
জনতার অস্তিত্বের ভাষা
পূর্ণ মর্যাদায় সমাহিত!


হায় রে অজ্ঞ তন্ত্র জনতার!
বুলেটের ভাষা বুঝে
কান্নার মর্ম মগজে ঢুকে না।
একটু সময় দাও ক্রসফায়ারে
প্রার্থনা করি সব প্রাণে-
জেগে ওঠুক একবার মরার আগে।