তার কোনো ভুল নেই, তিনি ফুলকুমার
তার ভাষা কিংবা কন্ঠস্বরে
বিশ্ব শব্দকোষের ভান্ডার বাড়ে
তার মুখ নিঃসৃত ধ্বনি
প্রতিধ্বনি হয়ে ওঠে ব্যাকরণের পাতায়।


তিনি কখনো করেন না আইনের বলৎকার
কেননা. তিনি যেটা করেন
সেটাই আইন অনবদ্য!
তিনি যা বলেন আর যা শোনান
সবই হয়ে যায় সংবিধিবদ্ধ সংবিধান।


তিনি সব জানেন!
ধর্ম কিংবা বিজ্ঞান, সমাজ আর পোষ্যনীতি
সবই তার নখ-দর্পণে।
সূত্র-প্রণালী আর আবিষ্কারের যাবতীয় অবদান
সবই তার পদতলে উচ্ছিষ্ট পদকে।


আকাশ থেকে পাতাল, সুমেরু থেকে কুমেরু
এন্টার্টিকার কল্পগাঁথা আর বারমুডা ট্রায়াঙ্গেল
সব তত্ত্ব আর তথ্য তার হাতের মুঠোয়।


তিনি হেঁয়ালিকুমার!
গ্রহ-নক্ষত্র আর সাগরের দুর্জ্ঞেয় নিগূঢ় বিশ্লেষক!
ভৌতিক কিংবা আধ্যাত্মিক সাধনায়
তিনি চড়ে আছেন সপ্তাকাশের প্রান্তে-
সিদরাতুল মুনতাহায়, আরশের পায়া ধরে...


তার এক হাতে পোষ্যের পতাকা
অন্যহাতে দাজ্জালের ছড়ি!
ডানে বামে তার স্বর্গ আর নরকের অনুসারী!
যেটা-ই পছন্দ করুক- (স্বর্গ কিংবা নরক)
ঢুকে দেখে বেকুবের দল
দুটোই হাবিয়া দোযখের ফাঁদ!