জীর্ণ আকাশে ঝড়ের চেহারায়
ক্লান্ত দুপুরের বিষাদ মুখ
নিস্তব্দ পৃথিবী এক মানচিত্র
প্রখর হয় কিছু শকুনের চোখ
একটি দীর্ঘ দ্বি-প্রহরের গল্পের শুরু
রক্তে ভেজা তাজা কিছু লাশ
দীর্ঘতর হয় আরো লিপ্সার খেলা
অশ্রুহীন প্রহরের বাজপাখি মনে
সভ্যতার গলাকাটা উৎসব।


হায়েনার সাথে চলে শকুনের কাড়াকাড়ি
পতাকার শব্দে হিংস্রতা বাড়ে
দিনের উদাসীনতায় মধ্যরাত নামে
সূর্যের মুখে পর্দা ফেলে
নীতির পাঠে কী মূল্য ধার্য হবে_?
আঁধার থেকে আঁধার!


ভাবকৃষ্ণ সংবিধিতে
ফোঁস করে ওঠে জিঘাংসার ধারা
কবির কাব্যিকতার বাইরে
অন্ধকার মধ্যদুপুরের গল্প
আর হয় না শেষ!