সূর্য ওঠে আকাশে, দেখা মেলে প্রতিদিন-
নতুন এক স্বপ্নময় ভোরের।
রাতের নক্ষত্রগুলো ঠিকই ঝলমলে
সোনালি এক রাতের গল্প বলে
ভরা জোছনায় আদিগন্ত খোলাকাশ
অথচ এখানে আমার স্বপ্নেরা নিত্য হারে
ইচ্ছেগুলোর হয় অপমৃত্যু


নদীর জোয়ার-ভাটা, সাগরের গর্জন
পাহাড়ের বুক চিঁড়ে নেমে আসা ঝরনাধারা
সবই আছে আগের মতো
শীতের পর ঋতুরাজ বসন্ত
কিংবা বৈশাখি দাবদাহের পর শ্রাবণের মোষলধারা
পালাক্রমে আসে প্রকৃতির নানা বৈচিত্র
বাগানের সুরভিত ফুল আর পাখির কলতান
অথচ এখানে বন্ধ হয় না রক্তক্ষরণ
শুকায় না জীবনের ক্ষত


এখানে আমার স্বপ্নেরা প্রতিদিন হেরে যায়
ইচ্ছেগুলো মারা যায় অপঘাতে।