আকাশের ছাদ ফেটে আসছে নেমে
নব কলরবে স্বর্গের বাদলধারা।
আমি বললাম, এসো, করি অবগাহন
গায়ে মেখে আকাশি ঝরনার ফোটা
শাওনের রঙিন জোছনায়
এসো মাতি মন খুলে  অভিষবণে।
তুমি বললে, ভয় হয় নীরদের হুঙ্কারে
ঐখানে শুধু ক্ষয়, অনাসৃষ্টির অভিসারে
আমি ভীত, কম্পিত গগনের চিত্কারে
শঙ্কিত আমি শ্রাবণের অগ্ন্যুত্পাতে।
আমি বললাম, তাই বলে কি হবে না নাওয়া
হবে না প্রকৃতির নবসজ্জার ডাকে
আমাদের আভরণ।
হয়তো আছে তোমার মাঝে কম্পনধারা
আমি মেশাবো তারে আমারই হৃদযন্ত্রে
হয়তো থাকবে তোমার আমার বিস্তর ফারাক
মত ও ক্ষতের ভিন্ন আকৃতি
তবুও তুমি আছো আমার প্রাণে
আমার বাস তোমার অন্তরে।
একই ভেদাভেদে কভু না ডুবি
মতভেদ নিয়েই তোমাকে ভালোবাসি।