আমি জানি, শুভাশুভ লক্ষণ বিচার
কিংবা সময়ের ভালো-মন্দ নির্ধারণ
সবই কুসংস্কার!
আবার ধর্মেও এর বৈধতা নেই।
চোখের পাতা লাফানোতে না আছে কল্যাণ
না আছে অকল্যাণ!
তবুও চোখের পাতা লাফায় কখনো শুভ লক্ষণে
কখনো অকল্যাণের আগে
আমি জানি, এই বিশ্বাস কিছু অন্ধত্বে
এটা কুসংস্কার!
কিন্তু মন বলে-
সবকিছুতে সংস্কার মানতে নেই।
বিবেক যেখানে অতল গহ্বরে
মানবতা ফেরারী পাহাড়ের গুহায়
সেখানে-
কিছু ক্ষেত্রে কুসংস্কারই ভালো লাগে
তাই-
ফালতু জেনেও পায়ের ধুলো চোখের পাতায় ডলি।
কেননা আমি সব্যচারী নই!