মার্চের ১০ তারিখ রাত থেকে
সমগ্র দেশ lockdown ঘোষণা করা হয়
তারও সপ্তাহখানেক আগে থেকেই কার্যত স্বেচ্ছাবন্দী
কর্মহীন সময়ে ঘরবন্দী জীবন।
মনের মাঝে ছুটির একটা আমেজ
তবুও নেই তাতে সুখি ভাব, প্রাণোচ্ছ্বল ত‌‍ৎপরতা
নিরামিষ জীবনের কর্মহীন কিছু সময়ের অপব্যায়
আছে শুধু অলস অবসর, অদ্ভুত ভীতিময় প্রসন্নতা
তারপরও কিছুটা সংশয়, চিত্তপ্রসাদ অনিশ্চিয়তায়
অবিরাম সময়ের ছুটে চলা, নিদানের সূত্র ও সব উপাদান।


এক করোনা ভাইরাসের গুপ্ত হামলায়
প্রাণচঞ্চল অঞ্চল হয়ে যায় নির্জীব
তন্দ্রাগত জীবন, অহিংস জনপদ
অনিয়ন্ত্রিত শয্যাবিলাস, অসংযত ঘুম
রাতদিন সব একাকার, অস্থির কর্মশালা
আবদ্ধজীবনের মাত্র সপ্তাহ পারে
পুরো সতেজ জনপদ আজ যেন মৃত্যুপুরী।