একদল মানুষ বিস্ময়কর চোখে দেখছে
আর হাতের সেলুলারে ছবিবন্দী করছে...


ইঁদুর আর কাঁকড়ার গর্ত দিয়ে পানি ঢুকছে
রাস্তা আর সেতু হিংস্রবানের টানে
স্রোতের গভীরে হারিয়ে যাচ্ছে নিমেষেই
সাথে নিচ্ছে কিছু প্রাণ কিছু স্বপ্ন
রেখে যাচ্ছে একরাশ বিস্ময়হীন হতাশা
পঙ্গুত্বের মন আর নিস্তেজ আশা।


মর্জিনাদের শেষ আশ্রয়স্থল
বাঁধের উপরও চলে আসে রাজনীতির ইঁদুর!


যে দিকে তাকাই শুধুই পানি
খাবার পানি নাই!


খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে ভাবি
কখন কিভাবে যে
দেশটা ভরে গেছে রাক্ষুসে ইঁদুরে
শত শত গর্তে আজ গোটাদেশ!
পানি ঢুকছে আর স্বপ্নের বাঁধ ভাঙ্গছে।


যেদিকে তাকাই মৃত্তিকার ঠিকানা নাই
কবরের মাটিও বুঝি জুটলো না
তাই.
ভেসে যাক দেহখানি ভালোবাসার স্রোতে
ধুয়ে মুছে ছাফ হৌক মৌনতার গ্লানী
অন্যায়কে সয়ে যাওয়ার অন্যায়!