পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পতিত হয়
চিরন্তন এই অমোঘ বিধান জেনেও আমরা গর্ত খুঁড়ে চলেছি
গর্তের ভিতর যন্ত্রণাদায়ক কাঁটাও রাখছি
যতো পারছি বিভীষিকাময় করছি
যেহেতু আমরা মানুষ, ভুল আর ভুলে যাওয়াটাই আমাদের চরিত্র


উপর দিকে থুথু দিলে নিজের মুখেও পড়তে পারে
তারপরও দিচ্ছি থুথু উপর দিকে যতো পারছি
সাথে নিষ্ঠীবন আর শ্লেষ্মা
ভন্ডামিতে শিকনি দোহন, ছড়িয়ে দিচ্ছি ব্যাধির উপসর্গ
যেহেতু আমরা মানুষ, নষ্ট হয়ে যাওয়াটাই চরিত্র


প্রাণ মানেই মরণশীল, সবাই জানি, দেখছি নিত্য
তারপরও পরের মাথায় বেল ভাঙ্গি, বাড়া ভাতে ছিটাই ছাই
মৃত্যুকে তরান্বিত করার কৌশল করি
ধ্বংস করি কারো জীবন
যতো পারি নষ্ট করি, ভ্রষ্ট করি....
ধ্বংস করার রোগগ্রস্থ প্রাণী।