রাজকীয় তথ্যশালায় নিত্য নতুন শব্দের আমদানী
গিনিপিগ জনতা অহেতুক আগ বাড়িয়ে
ফেঁসে যায় আইনের ধারায়, ছক কষে কারিগর।


প্রকৃতির কত রঙ, তার চেয়ে উদারতা
আছে পট, চিত্রের বৈচিত্র্য, কিছু স্বপ্ন
উন্মুক্ত সবুজের দরজা
অনিমেষ কাছে টানে, হয়ে যাই স্বার্থের মেহবান।


শব্দভান্ডারে যোগ হয় গুম
আমাদের ঘুম চলে যায়
তারপরও দরজাটা খুলে রাখি
কাকে যেন ডাকি, কার অপেক্ষায় থাকি!