স্বপ্নপ্রিয় সবার জীবন, স্বপ্নে উড়ায় মন
আলোর ভিতর আলোর দহন কাঁদায় সারাক্ষণ
চোখের তারায় স্বপ্ন ভাসে
যখন তখন কাঁদে হাসে
স্বপ্ন ঘোরের জটিলতায় বুকে রক্ত ক্ষরণ