পিছনে ফেলে তর্ক, বিনা যুক্তিতে
একটি মোহের
আত্মাসক্তির শক্তিতে...
তোমার সব ব্যাথাকে বুঝতে পারি
তোমার কষ্ট অনুভব করি
তোমার প্রাণে স্পর্শ করে আমার সকল প্রাণ
তাই-
তোমার নাকেই পৃথিবীর সব সুঘ্রাণ!
আমি আলো পেয়েছি তোমার চোখে
বিজয়ের সুরে গাই নির্মল হাসি মেখে।
এখন
নিজকে ধারণ করে তোমার মুগ্ধতায়
আমি মুক্তি পেয়েছি জরাগ্রস্থতায়
শীর্ণতার হাত থেকে
অন্ধকারে আলো জ্বেলে তাই, মুক্তির চিত্র যাই এঁকে।