************************
মেঘে ঢাকা আকাশ, আকাশের মেঘ।
ক্লান্ত বিকেল, বাড়ছে ঝড়ের গতিবেগ!!
আত্মাটা উড়ো উড়ো, শান্ত হৃদয়।
গোলমেলে আবহাওয়া, বিপদসংকেত নয়!!
চিত্রটা থমথমে আবেগের শোরগোল
মানহীন মান নিয়ে নানামুখি বোল!!
সীমানাটা অস্থির আইনের শোধবোধ
পাতা ভরা বিধিতে জনতা নির্বোধ!!
চাহিদা প্রতুল, মূল্যটা প্রগতির পণ্য
জন্ম সবার সময়ের গর্ভেই ধন্য
হাত নিয়ে আক্ষেপে হাতকাটা ছাগলের
রাজনীতি বুঝি না, ঝগড়াটা পাগলের!!


###### আহমাদ সাজিদ ( উদাস কবি)


পুনশ্চ: কবিতাটার কোনো সারমর্ম নাই