মেঘের উপর আকাশ কেঁদে
বৃষ্টি হয়ে ঝরে
ঝরনা নামের একটি মেয়ে
অশ্রু জমা করে।


বুকের পরে ব্যথার চাঁপে
ভাসে চোখের জলে
পাহাড় থেকে নেমে এসে
নদী নামে চলে!


চোখের পর্দায় ক্রোধের আগুন
নিজেই পুড়ে ছাই
কোথায় গেলে দরদ সাগর
শীতল অশ্রু পাই!