কাজ করা যায় শরীরের উত্তাপ অবধি
লেখা শুরু হয় মগজের তাপ বৃদ্ধিতে
স্মৃতি সংরক্ষণের ধাপ অনুপাতে!


ইস্ত্রী দিয়ে কাপড় ভাঁজ করা যায়
শরীরের উত্তাপ বাড়ানো যায় না


সাময়িক উত্তেজনায় গলানো যায়
মানুষের হৃদয় থেকে হৃদয়।
কিন্তু, উদ্দীপ্ত হয় না বিবেক
মনকে করানো যায় না প্রজ্বলিত!


এমন ভাবে পুড়তে দিও না নিজেকে
পুড়ে পুড়ে শেষ হয়ে যাবে, অথচ
কাউকে জ্বালাতে পারবে না
কেউ পাবে না কোনো আলো।