নেতাগিরি, দাদাগিরি আর পীরগিরি
পার্থিব সুখ-বিলাস, অর্থ-কড়ি
অন্ধ-ভক্তের আদিখ্যেতা অতি
কিছু যশ আর খ্যাতি
সাময়িক উত্তেজনা, বাহাদুরী
একই তরীকার বন্ধন।


মৃত্যুর পরও একই পরিণতি-
যদি হয় মানবতার কল্যাণে
জুটবে ভক্তের আর্শিবাদ অতি
ইচ্ছে-খোরাকি স্বর্গোদ্যানে
নয় তো অভিশাপের ফুলঝুরি
আর নরকের ইন্ধন!
..............................................................................
পুনশ্চ: তারা আরো বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতা ও বড় বড় লোক (বুযুর্গ)দের আনুগত্য করেছিলাম, সুতরাং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল।(০) হে আমাদের প্রতিপালক! ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং মহা অভিসম্পাত করো।’ (আলকুরআন, সূরা ৩৩ আহযাব:৬৭-৬৮)