যাত্রাপথের অর্ধেক পথ পাড়ি দেয়ার পরও ভাবছি
ঠিক গন্তব্য ধরে এগুচ্ছি তো?
কপালে ঝরে অস্থিরতার ঘাম, বুক কাঁপে প্রবল ঢেউয়ের তালে।
ভাবছি শুধু, চড়েছি কোন গাড়িতে?  
সে কি নিয়ে যাবে, নন্দিত ঠিকানায় পরম আশ্রয়ে
নিন্দিত অর্জনের অস্থায়ী সুখ ছেড়ে    
মহা সফলতার পানে, নন্দিত বিলাসিতায়?    


বারবার পথে আসে নানা রকম পথের সঙ্গমস্থল
নানা মোড়, নানা বাঁক, ছোট বড় ছিদ্রপথ
অভিশপ্ত চৌরাস্তা কিংবা তেমাথা
কোনটা আসল, কোনটা নকল
যায় না বুঝা বিকল পথের হাতছানি  
তবুও চলছেই, চলবে গন্তব্য অবধি


ইঞ্জিনের ধোঁয়ায় কাশছে গাড়ি
থমকে করে তপ্তপানি উদ্গিরণ
তবুও চলে, চলবে তার শেষ সীমানায়  
ক্লান্ত সফর, পুরনো গাড়ি
চায় শুধু বিশ্রাম, অনাবিল প্রশান্তিতে
নন্দিত অবসরে, সময়ের শেষ ঠিকানায়।