লেখাগুলো বাকি ছিল, বর্ষার ঢলে
কিছু গেল ধুয়ে, আর কিছু যায় মুছে।
তবুও চাই প্রচ্ছদ, সুন্দর মনোরম
সময়ের বেশ আগে।

শরতের কাশফুলে জমা হলো সাদামেঘ
ঝিরঝিরে বাতাসে নতুন এক পরশে
কিছুটা যোগ হলো জীবনের অধ‌্যায়ে
এখনো বাকি আছে শেষ অঙ্কটা
তবুও চাই প্রচ্ছদ, ঝকঝকে মুদ্রণে
সময়ের বেশ আগে।

ফাগুনের আগুনে তপ্তছায়ায়
কিছু হয় বিবর্ণ, রেখাপাতের আল্পনায়
আর কিছু দাঁড়িয়ে জটিল এক সমাধানে
হিসেবী সময়ের সাথে উন্মত্ত জীবিকা
আমি চাই ঢেকে যাক সব পরিলেখা
জীবনের অদ্ভুত অধ্যায়ের শেষচিত্রে
তাই চাই প্রচ্ছদ, নতুন এক নকশাতে
সময়ের বেশ আগে।