কুঞ্চিত গায় লাগছে কাঁপন
        শির শিরিয়ে শীতল বায়।
হিহ্ হিহ্ হিহ্ শরীর যাপন
        হিমবায়ু যে লাগছে গায়!!


লাগছে কাঁপন মুখের পাটে
        বাজছে কানে ঝিঁঝির গান।
মেঘ জমেছে মন খেয়াঘাটে
        শুকনো নদে বইছে বান!!


বাতাস জুড়ে বইছে জল
        বৃক্ষ ভূমি দেয় ভিজিয়ে।
হিমের ঘোরে পাখির দল
        রঙ্গ রসে খিলখিলিয়ে!!


হচ্ছে ন্যাঁড়া সব বনের গাছ
        হিম ললাটে ঝুম পাহাড়।
শান্ত হয়ে যায় জলের মাছ
        বিজন হারা দোদুল হার!!


হিমের বাণে স্তব্ধ হয় কান
        দাঁতে কাঁপন লাগে ভীষণ।
চোখের তারায় ভ্রমের তান
        হিম পৃথিবী এই জীবন!!


xxxxxxxxxxxxxxxx
(উদাসকবি) ১৩.১১.২০১৪