আমি দুঃখিত!
আমি দুঃখিত আমার বিকলাঙ্গ স্বভাবের জন্য
আমি অন্ধ সেজে সমাজে বাস করছি
অথচ প্রতিদিন চোখের পরিচর্যায় কত না খরচ করি।


আমি বোবা হয়ে প্রতিবাদের ভাষা ভুলি
অথচ চায়ের কাপে আমারই ঝড়ে ঘূর্ণি ওঠে
আমি বধির হয়ে নিষিদ্ধচর্চার ঘৃণায় মাতি
অথচ নিজের ঘাড়ে পরের কথায় কেয়ামত তৈরি করি।


আমি দুঃখিত আমার বিকৃত মানুসিকতার জন্য
সতীত্বকে ভালোবাসি আর ধর্ষকের কৃতিত্বের মজা লুটি
আমি দুঃখিত নির্দোষ সেজে বসে থাকার জন্য
আমি দুঃখিত এইসব কীটদের সাথে বসবাসের জন্য
সমাজের পরতে নেতৃত্বের কব্জায় আর রাজনীতির পর্দায়
নিষিদ্ধ চর্চার অবাধ ভালোবাসায় সংগ্রামী চেতনায়।


আমি একটা শিক্ষিত বদমাইশ, কুলাঙ্গার
আমি দুঃখিত আমি এই সমাজের অথর্ব পদধারী বলে
আমি দুঃখিত আমি বিচারালয়ের আসনধারী বলে
আমি দুঃখিত মানবাধিকারের চেয়ারে বসে
বারবার আসামীকে প্রকাশ‌্যে নগ্ন করে
আত্মহত্যায় প্ররোচিত করি বলে


আমি হিংস্র আমি জানোয়ার
আমি নরকের কীট!
আমি আঁস্তাকুড়ের বিষ্টা।


আমি দুঃখিত আমার পশুত্বের জন্য
আমার পাগল সাজার নিখুঁত অভিনয়ে...


আমি জানি পরপারে স্রষ্টা আমায় বিকলাঙ্গ করেই
বিচারের মাঠে তুলবেন
আমি দুঃখিত আমি স্বাধীন দেশের পরাধীন নাগরিক বলে।