শয়তানের দীর্ঘায়ু থেকে ঈর্ষাকাতর দ্বিষৎ
তার পায়ে সালাম ঠুকে করে শিষ্যত্ব গ্রহণ
পদ আর পদকের প্রতি জন্মের দূর্বলতা
ডিগ্রি অর্জনে তাই এতো কর্মযজ্ঞতা আর
ভূলুন্ঠিত করে মানবতা, ইবলিশ অনুরাগী।

পদ্মাসেতুর স্থায়িত্ব নিয়ে কোনো প্রশ্ন হবে না
জিনের বাদশারা এর নির্মাণশিল্পী
পিশাচের আর্শীবাদে চেতনার স্মারক।

সাগরসম দিঘী আপনাআপনি খনন হয় না
এতে লাগে ভক্তের রক্ত, নরবলি
অমিত্রের আহাজারী, মজলুমের চোখের পানি।

পাতাল থেকে উড়ালসেতু
আকাশটা বড় ঝাপসা লাগে
তারচেয়ে ভালো, নকশা ধরে-
গোলটেবিল বৈঠকে কোটি টাকার বিল পাস!

বিদ্যুতের খুঁটিতে পূণ্য বেশি
আরো বেশি ভালো রামপাল!
সবকিছু আযাযিলের সুচিন্তিত পরামর্শে
শ্যামল মাতৃকার উন্নয়ণের বিজলী-গতি!



অভিশপ্ত তখতে বসে প্রজাপূণ্যের তাসবীহ হাতে
সে পড়ে ধ্বংসের মন্ত্রপাঠ!
সে জানে-
ইবলিশের কাজ নির্বিঘ্ন আর কেয়ামত অবদি
সে ভুলে যায়-
ইসরাফিলের বাঁশির ফুঁ-তে
নিক্ষিপ্ত হবে সে উঁপুড় হয়ে হাবিয়ার দোযখের গহ্বরে
তারই শত সহস্র অনুসারীর পদতলে।
সে জানে না-
তার আড়ালে তারই অনুসারী
প্রতিদিন তার নামে অভিশাপের তাসবীহ জঁপে!