এখন আর হয় না দেখা ঘাস সবুজের মাঠ
বন্দী জীবন কষ্টের মতো সুখ অনুভব পাঠ
হয় না দেখা নীল আকাশে শুভ্র মেঘের ভেলা
ব্যস্ত পথে মোড়ের কাছে অলস প্রাণের মেলা
ক্লান্ত পায়ে হয় না হাঁটা শান্ত বিকেল পাড়ে
রংধনু মন হতাশ প্রাণে ঘরের শোভন ধারে।


এই দিনটি পৃথক ভীষণ আগের দিনের চেয়ে
বদলে যাওয়া দ্রুত সময় একলা জীবন পেয়ে
নেড়ে দেখি ঘরের জিনিস ধুয়ে ফেলি হাত
পড়ছি শুনছি দেখছি ভীষণ গভীর করে রাত
হয় না করা জটিল বিষয় তালিকা ধরে কাজ
মনটা দিয়ে ক্ষণটা দেখে হয় না রূপের সাজ।


এই সতর্ক নিরাপদ ধাপ সুলভ আচার মন
অন্য রকম আগামী দিন এই অপেক্ষা ক্ষণ
দুরত্ব আজ কাম্য আশু আসছে ভালো সময়
জটলা থেকে একলা করে মনের মাঝে অভয়
দুখের সাথে সুখের মিলন জীবন নাটের গুরু
দিনের শেষে কালের পথে অন্য জীবন শুরু।