লৌকিকতা :
*********************
মন থেকে বেরোয় যা, কন্ঠে আরো বেশি
মুখ থেকে তার চেয়ে বেশি হয় বের!
মনে যত বল, তার চেয়ে শক্ত পেশী
আনন্দে বলে বেড়ায় তারচেয়ে ঢের!!


চোখ যত দেখে, তার চেয়ে বেশি দৃষ্টিতে
দেখে আরো বেশি অদেখা ভুবন!
হৃদয়ের সে কথা বাজে নতুন সৃষ্টিতে
মুখে বলে,শত্রু কত না সুজন!!


কান যত শোনে, তার চেয়ে প্রকাশ মুখে
আরো বেশি শোনে প্রবৃত্তির মন!
মনে যত আহ্লাদ, তার চেয়ে বেশি সুখে
আরো বেশি জাগে প্রাণে শিহরণ!!


মনে যত ভালবাসা, শরীরে বাজে আরো
প্রকাশ করে মুখে তার চেয়ে বেশি!
বুঝে না বুঝে যত, মনে নাই তবু কারো
হৃদখোলা প্রান্তরের অনুপ্রবেশি!!


উপসংহার
***********************
বাইরে যত না ক্ষতি; ভিতরে তত লাভ হয়
ঝোঁপ বুঝে মেরে কোপ!
"মুক্তি মেলে কম কথায়" চিরায়ত বাণী কয়  
তাই আজ হই চুপ!!