কখনো এই শান্ত মনে ঝড় বয়ে যায়
বিপদসীমার সকল সীমা ছেড়ে
বিপদসংকেতের নম্বরহীনতায়।


কখনো একা বসে ভাবি
নির্জন কোনো ঘরে, জনহীন প্রান্তরে নিজকে দেখি
বাইরের ব্যক্তিত্বের প্রকাশ
ভিতরে নরখাদক মননে
এক সৃষ্টিশীল অগ্নিগর্ভে সময়ের পারদে
ঝাঁপিয়ে পড়ি অন্যরকম বাঁচার নেশায়।


কখনো মনে হয় শান্তির অন্বেষায় আমিই স্বর্গদূত
কখনো ধ্বংশের যান্ত্রিক মনে, নিজকে ভাবি শয়তান।