কেন এতো কান্না, এতো যে হাসি
হারজিত জীবনে পাশাপাশি!
কেন এতো মায়া, এতো আবেগ
শূণ্যে ভাসে দেখো জলরাশি!!


জীবনের ছুটে চলা অজানা পথে
ছন্দ, তাল আর সুর ও গানে।
সুরভিত পৃথিবীর সব মায়াময়
নদী দেখো ছুটে চলে সাগর পানে।
এই আকর্ষণ, এই যে গতি
সুরময় জীবনে মন বিনাশী!


কারো মন হরষে, কারো যে বিষাদ
কেউ পায়, কেউ আবার সর্বহারা
সাগরে বুকে জাগে দ্বীপ মোহনা
পাহাড়ের বুক ফেটেই ঝর্ণাধারা।
এই ভেদাভেদ, জোয়ার ভাটা
কখনো ডুবি, কখনো ভাসি!


কেন এতো কান্না, এতো হাসি
হারজিত জীবনে পাশাপাশি!
কেন এতো মায়া, এতো আবেগ
শূণ্যে ভাসে দেখো জলরাশি!!


( কঠিন একটা সময় পার করছি। কর্মময় জীবনে ক্রান্তিকাল চলছে! সবার কাছে দুআ চাইছি। ব্যস্ততায় সবার কবিতার পাতায় যাওয়া হয়ে উঠে না। তাই সবার কাছে ক্ষমাপ্রার্থী!! আগের লেখা একটা গীতিকবিতা এবার চালিয়ে দিলাম। ০৬.০৮.২০১৪)