রেলজংশনটা আজ দুরবর্তী হয়ে গেল
যেমন প্রয়োজনের সময় রেলগাড়িটা
সময় মতো স্টেশনে পৌছায় না।
পা আর চলতে চায় না
দম বুঝি যায়, বুকটা লাফায় কাঁপুনিতে
ট্রেনটা না আবার ফসকে যায়
স্বপ্ন গড়ার স্বপ্ন বুনায় কিছু ব্যবচ্ছেদ
রাত থেকে প্রবল জ্বর, তার চেয়ে বেশি উত্তেজনা
মাথা ব্যথা তবে এর চেয়ে বেশি নিরতিশয় দুশ্চিন্তা
যে কোনো ভাবেই হোক আজ কাজে যেতেই হবে
বেকারত্বের অভিশাপ থেকে পরিত্রাণ পেতে
আজই তার শেষ সুযোগ
অথচ সুযোগ তার হারানো চলবে না
রেলড়াড়ির ইঞ্জিনবগির মতো
তার পিছনে চারজনের পরিবার-বগি
যেভাবে হোক তাকেই টেনে নিয়ে যেতে হবে
দম হারালে চলবে না, ব্যর্থতাকে হারাতে হবে
এই তো আর কয়েক কদম
জংশনের গেইটটা আবছা দেখা যায়
সামনের স্বপ্নের হাতছানি
পিছনে পরিবারের পুরো রেলগাড়ি