নীলাভ চোখে জলবিলাস, দু:খ বুনন কাঁথা
আমার সুখের পরশমাখা তোমার বুকে মাথা
মহাকাশ শুণ্যতায় স্বপ্নের পাড়ি
কাল, বর্ণের ভেদাভেদ ছাড়ি
তোমার আমার কল্পডানায় একই সূত্রে গাঁথা।