পূর্ণিমারাতে যখন অমাবস্যা মন
চারদিক নিঃশব্দে কাঁদে নিবারণ
মায়াবী মধুবন আলেয়ার জালে
বিশ্বাস ঘাতকতায় সৌরভ ঢালে
তবুও আশার উন্মষিত সঞ্চারে
ভালোবাসা ডেকে যায় মুগ্ধকারে
আমিও বেকুব বিস্ময়ে ভীষণ
মরুভূমি হৃদয়ে খুঁজি স্নিগ্ধবন।


পাহাড়ের পাঁজর ভেঙে ঝর্ণামুখ
মায়াবী পৃথিবীর অবাক হাসিমুখ
নিশীথের গহ্বরে বিষম অন্ধকারে
প্রভাতের প্রত্যাশা জগৎ সংসারে।