ভালোবাসায় কাছে ডাকি
মুগ্ধ হয়ে তাকে!
তাকেই আমি ভালোবাসি
যে আমাকে ডাকে!!

মনের ভিতর মনের খেলা
মনের খবর নাই।
যে আমাকে স্বপ্ন দেখে
তাকে পেতে চাই!!

স্নেহের পরশ ছুইঁয়ে দিয়ে
স্নেহের পরশ পাই
তার হাতেই কদম্ব ফুল
নিত্য পেতে চাই!

স্নিগ্ধ হয়ে ফুল- সুরভী
আমায় যখন ডাকে
মন সৌরভে কাছে ডাকি
স্নিগ্ধ হয়ে তাকে!

তার অশ্রুতে কান্না আমার
তার হাসিতে হাসি
যে আমাকে হৃদয় দিয়ে
বলছে ভালোবাসি!

ভালোবাসায় কাছে আসি
হৃদ প্লাবনের বাঁকে।
তাকেই আমি ভালোবাসি
যে আমাকে ডাকে!!