মাটির ঘ্রাণে মাটির টানে
মন পড়ে রয় গ্রামে
শহর ছেড়ে নগর ছেড়ে
স্বপ্নলোক এক ধামে।


রঙ বাহারি বিজলি বাতি
পিচঢালা পথ ছেড়ে
গ্রামীণ সন্ধ্যা মাটির রাস্তা
মন নিয়ে যায় কেড়ে!


মাথার উপর সূর্য ঢলে
নিত্য যেথা সন্ধ্যা নামে
মৃত্তিকা মন মাটির টানে
মন পড়ে রয় গ্রামে।


নানা রকম মোটর গাড়ি
শব্দজটে নিত্য যম
নগর প্রাণে জ্বালানি তেল
গন্ধ নাকে বন্ধ দম।


সবুজ পটে শ্যামল চিত্র
গ্রামবাংলা দেখি রোজ
মনের টানে সবার সাথে
মায়া দিয়ে রাখে খোঁজ!


এই আকাশ নীল দিগন্ত
মায়া ভরা মেঠো রাত
আপন সবে নিত্য মনের
ছায়া স্বর্গে রাখি হাত!