ফুল ফোটে বারোমাস তোমার চৈতালী বুকে
আমি আছি পাশাপাশি পাতাহীন গাছ হয়ে
শ্বৈত্য বিরহে দাবানলে...


মৃদু মন্দ বাতাসের দোলাচলে
প্রকৃতির কথাবলা চুপিসারে
ঠিক যেন প্রেমের আবেগী গান!
শরতের কাশফুল মন তোমার বৈরী বিহগে
আমি আছি কাছাকাছি বাদলের ধারায়
আষাঢ়ের গল্পটা যখন
জমে নি ভালো...


বেচে থাকা চিরন্তন স্মৃতির বিস্ময়ে
গভীর পরশে প্রেমময় ছন্দতা
লাল গোলাপ ঠোঁট তোমার বৈশাখি তান্ডব
আমি আছি অথৈ জলে ডুবন্ত যাত্রী
শেষ নিঃশ্বাসের আগে!


তুমি আছো ভালোবাসার গিঁট বাঁধা
গোলাপের ডালি হাতে
আমি অধম নাক মুছি
রুমালটা হাতে নিয়ে!