গর্ভপাতের সময় আগেই পেরিয়ে গেছে
বুঝেও না বুঝার না ভান করে
নোংরা গোপনের প্রকাশিত অন্ধকারে
নষ্ট করছো অবাঞ্চিত কামনাকে!
নিজের সাথে ভবিষ্যতকেও ধ্বংস করছো...
অথচ সাবলীল ভাবে তুমি পারতে
শিশুটিকে আলোর মুখ দেখাতে
যে তোমার সকল নষ্টতা, ভ্রষ্টতার বিশুদ্ধতায়
তোমার নতুন পরিচয় হতো।
সঙ্গী হতো সময়ের আর পালিত কষ্টের।


খুবই হতাশা গ্রাস করে স্বপ্নের শয্যায়
কেন জানি সব অপরাধগুলো প্রাতিষ্ঠানিক অভ্যাসে
আইনের স্বীকৃত পাচ্ছে, কালোর গর্ভে কালোর উৎপাদন
তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত
বেআইনী আর অমানবিকতার আশ্রয়ে
সাংবিধানিক স্বীকৃতিতে অপরাধে লিপ্ত!


আফসোস! তোমার স্বপ্ন আর রুচিটা রাষ্ট্র নয়
তবুও ঘুমের সুযোগে বলৎকার করে যাচ্ছো রাষ্ট্রকে।
আলেয়ার শরবত পান করে বেহুঁশ জাতি
ঘুম ভাঙ্গার অপেক্ষায়.....