ভাবনার সারি সারি অস্থির গোলক ধাঁধা
জীবনের সব রঙ আজ কালো আর সাদা
মনের লোভে যত ধনী
সাধুর বুকেই চোরের খনি
নিঃস‌ঙ্গ স্বপ্নেরা মাখে গায় অদ্ভুত কাদা