তোমার ক্ষতে এতোই ব্যাথা
লাগে না কাজে মলম
কিছু ব্যাথায় লাগবে আজই
আগুন ঝরার কলম।


আমার চোখে পড়ে না ধরা
নিজের ভিতর খুঁত
নিজের কাছে নিজেই সেরা
যুক্তি কী অদ্ভুত!!


শরীর যতোই হোক সবল
মনের মাঝে রোগ
তোমার মাথার গিলু কেবল
কীট-পতঙ্গের ভোগ।


কলম দিয়ে মলম দিলাম
বুঝলে লেখার কালি
সাদা কাগজ ইচ্ছে জমিন
আঁকতে জীবন ঢালি।