শিয়ালের উৎপাতে গৃহস্থের আহাজারি
আধপাকা ধানক্ষেত খেলার মাঠ
রাত হতেই শিয়ালের বাচ্চারা
হুঙ্কারে ধ্বংস মাতোয়ারা


কিছু নষ্ট হয় কীটে, পোকাদের দাবিতে
কিছু ইঁদুরের ভাগ-বাঁটোয়ারায়
শেষমেশ ফসলের লেজকাটে শিয়ালে।


অভুক্ত পেটের চিৎকারে
শিয়ালের পা ধরে কৃষকে
শিয়ালের লৌকিক সালিশি বৈঠকে
খড়টুকু ভাগে পড়ে গৃহস্থের।
তবুও গৃহস্থ মানিয়ে চলে, মাটির কান্না ধরে
টিকে থাকে অবারিত ফসলের মাঠ।


ঋতুর আবর্তে নাচে মৃত্তিকা খেয়াল
জোছনার আলো ধরে চলে শিয়ালের উৎসব।
হিংস্র পালের রশি মনুষ্য জোয়ালে
মানুষ চেয়ে আছে শিয়ালের ইশারায়।