⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️
আসমান জুড়ে সাদা তুলার মতো
উড়ে বেড়ায় আমার মেঘবাড়ি
আমি যতো পেতে চাই কাছে তাকে
ততোই বাড়ে সূর্য তীর্যক আড়ি।


হৃদপিণ্ডের কষ্টগুলো পাথরের মতো
বুক চেপে ধরে রাখে কেউ
আমি চাই চোখের জলে সাগর হোক
আছড়ে পড়ুক বিষাক্ত ঢেউ।


কষ্টের জলগুলো জমাট হয়ে প্রতিদিন
আমাকে দেয় প্রাপ্তির দন্ড
আসমান থেকে ঝরে বৃষ্টির ফোঁটায়
পাথরের মতো কঠিন খন্ড।


মেঘরাত্রি আমার সুখের পরশ বর্তমান
তবুও জোছনায় ভিজি নিত্য
সুখপ্লাবনে ভেসে যায় অনাবিল শান্তি
আমি যে কষ্টের অনুগত ভৃত্য।


প্রশান্তিময় বাদলধারায় ভিজতে গিয়ে
প্রতিদিন দেখি আমি বজ্রপাত
বিজলী জ্বালায় আক্রোশকন্ঠে আসমান
নিজে বয়ে যায় আগুনের প্রপাত।
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
রোম 🔺০৭ মার্চ 🕐 ১৪ঃ৪০