---------------
জীবনের হতাশায়
জীবন থেকেই পালিয়ে বেড়াই
তারপর জীবনের মায়ায়
জীবনকেই আঁকড়ে থাকি সময়ের চক্রে
নানা বাহানায়।


মনের নানা চাঁপে
মনকে রাখি ভুলে
সময়ের পাশবিকতায়
মনকে আবার পোষ মানাই
নানা বাহানায়।


প্রেমের ছলনায়
প্রেমকে দোষারোপ করি নানা বন্ধনে
কাউকে কাছে টানি, কাউকে দুরে ঠেলি
স্নেহ প্রীতি ভালোবাসা হয় লুন্ঠন প্রেমের কারণে
তারপরও আছি ব্যস্ততায় তারই সন্ধানে
নানা বাহানায়।


ভাগ্যের গ্যাঁড়াকলে পড়ে
ভাগ্যকে দেই গালি উৎকন্ঠিত প্রাণে
সময়ের ছলাকলায়
ভাগ্যের নির্মম পরিহাসে
তাকেই বরণ করি পুস্পবদনে
নানা বাহানায়।
🔹🔹🔹🔹🔹🔹🔹
০৩-০২-২০২২ রোম