আমি কিছু কদর্য খুজি
অশ্লীল কিছু শব্দ, নোংরা...
রঙহীন কিছু পঙ্কিল ভাষা, কু‌‍ৎসিত কদাকার শব্দগুচ্ছে
মনের আবেগ থেকে বের করতে চাই অধিকারের প্রশ্নে
স্বাধীনতার নামে চালানো নির্যাতনের প্রতিবাদে
পবিত্র সংবিধানের দোহাই দিয়ে
আইনের নামে অভব্য নির্যাতনের প্রতিবাদে
ধর্ম, বর্ণের নামে অপবিত্রময় জীবনের সংশোধনে
কলঙ্কময় নাগরিক নির্যাতনের প্রতিবাদে
কিছু শব্দের বর্ষণে আমি নোংরা কিছু শব্দ খুজি
অশ্রাব্য, অবাচ্য, জঘন্য শব্দের আক্রমণে
সুশীল সমাজকে ধরাশায়ী করে, সভ্য পৃথিবীর কলুষিত ক্ষমতায়
শেষ অধ্যায় রচনা করি।


নাগরিক স্বাধীনতায় অশ্লীলতা
ভাষার স্বাধীনতায় দুষ্টুমী
আমাদের সত্তার নিকটে নিয়ে যায়
অশ্লীল কিছু শব্দমালা, নোংরা তবুও
পদবী মানুষের চেয়ে ভালো


আমি অশ্লীল গ্রহণ করি
মন ছুঁয়ে যায় কিছু প্রাণে
এখানে পরিষ্কারকে নিয়ন্ত্রণ করা হয়
কখনো অশ্লীলকে নয়।