🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
মৃত্যু মানে জীবনের শেষ নয়, অনন্ত জীবনে যাত্রা
ধর্ম বলে, যার কোনো নেই শেষ,নেই কোনো মাত্রা
এপারের সম্বল দিয়ে সাজাতে হবে ওপারের বাড়ি
এখানেই যত রুজি রোজগার, ওখানে শূন্য হাঁড়ি
এই পৃথিবী তাই শষ্যক্ষেত্র, তব বিশ্রামে করে বাস
ওপারের জীবিকা নির্বাহে, নিয়মে করতে হবে চাষ
যেভাবে সাজাবে বাগান অনন্ত জীবনে তার ফল
অফরুন্ত তার ধনভাণ্ডার বিবিধ জীবিকা শ্যামল।


স্রষ্টার এই দেহ-প্রাণ জীবনের সব আয়োজন
তারই নির্দেশে অনুগামী একাগ্রতায় সারাক্ষণ
প্রার্থনায় রাখো নিজকে নিমগ্ন নিষ্ঠায় সংগোপনে
অসীম জীবনের সফলতায় নশ্বর এই ভূবনে।
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
০৪-০২-২০২২