বিকেলের আগেই রাতের আঁধার নেমে
চারপাশ ঢেকে ফেলে কুয়াশার চাঁদরে
হালকা শুভ্র শীতের বাঁধা পার হতে
মনের বলটাই যথেষ্ট, তারপরও তারা
পারে না কাটাতে এ বাঁধা, অহিংসতায়।


এখন সময় চলছে বড়ই অস্থিরতায়
অনেক সত্যকে লুকিয়ে, প্রকাশের আগে
তারপরও কি পারা যায় লুকায়িত
খোলা আকাশের নিচে! দারুণ কোলাহলে


নিজেকে জ্ঞানের পাল্লায় মেপে, দেখে নি
যারা কোনোদিন; তারা আজ বিলায় জ্ঞানের আলো
সেই আলোয় আমরা চলছি আজ
চলছি আর হোঁচট খাচ্ছি প্রতিনিয়ত।
এভাবেই হয়তো চলতে হবে আরো কিছুদিন।
আরো সময়, আরো প্রহরের প্রতিক্ষায়
হয়তো সব সময়...............


xxxxxxxxxxxxx কাপাসিয়া: ১২.১২xx