এখানে শ্যামল ডাকছে তোমায়
পার্থিব লোভে দিন-রাত
যা তুমি তখন ভেবেছিলে ভুল
ভুলের মূলে কুপোকাত


বিশ্বাস আছে চিন্তার গভীরে
কল্পবিলাস মন নির্মলে
ফুলের মালা জড়ো হয় সেথা
অপরাধীর নিষ্পাপ গলে


ভালোবাসা-বাসি সব পাশাপাশি
তেলের বাস মনের জলে
উচ্চ-সমাজ ঐশ্বরিক ইচ্ছায়
গড়ছে পাপীর ছায়াতলে


মহা উল্লাসে ভালোবাসা খাই
স্বর্গীয় মনে খন্ডিত ভুল
আলো আঁধারে খেলা জমে বেশ
নৈতিকতার কবরে ফুল


তালিকায় আছে রসনা-রসদ
অতি ভক্তের চালাকি গান
পার্থিব তোমার স্বর্গীয় বিভ্রাট
নিজের রক্ত করছো পান