কখন আসবে (জীবনে সবার)
আগামীকাল!
এই ভেবে বেড়েছে মেদ,
         ক্ষয়েছে মাথার চাল।


দিগম্বর সেজে বুনোহাঁসের দল
ঘোলা করেই খায় নিয়তীর জল
কীট করে নৃত্য, চেটে খায় গাল!
(তবুও ভাবে)
সবকিছু পাল্টাবে আগামীকাল!!


হৃদয়ে শুকতারা জ্বলে আর নিভে
চিত্তরা অস্থির, লালা ঝরায় জিভে
রক্তনেশায় সপ্তকাশে চড়েছে মাতাল!
ভাবছি, সবকিছু পাল্টাবে আগামীকাল!!


পৃথিবীর বিষ্টা যত সাগরে ভাসি
শোধন করছে তা লোনা জলরাশি
সাফ করে মাফ করে, মানুষের জঞ্জাল!
(তবুও) ভাবি,
সবকিছু পাল্টাবে আগামীকাল!!


পাল্টে যায় বেহিসেবী দিনের রঙ
অদ্ভুত সমাজে উদ্ভট যতো সঙ
ইতিহাসও হয় লেখা,
             ইতিহাস করে জাল!
তবুও ভাবি,
সবকিছু পাল্টাবে আগামীকাল!!


সূত্র:-
(সবকিছুই করবো তবে, আজ নয় কাল
অদ্ভুত পৃথিবী আর মানুষের অন্তর্জাল।)